৭২.৬ মিলিয়ন ডলারে মিশরীয় মারমুশকে দলে নিলো ম্যানসিটি

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৯:০৬, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০৯, ২৩ জানুয়ারি ২০২৫

 ৭২.৬ মিলিয়নে মিশরীয় মারমুশকে দলে নিলো ম্যানসিটি

এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ৭২.৬ মিলিয়ন ডলারে সাড়ে চার বছরের জন্য তাকে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক ঘোষণায় বিষয়টি জানায় ম্যানসিটি।

‘’২৫ বছর বয়সী মিশরীয় স্ট্রাইকার সাড়ে চার বছরের চুক্তিতে ইতিহাস স্টেডিয়ামে এসেছে, সে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত এই ক্লাবেই থাকবে।’’

ম্যানসিটির সঙ্গে চুক্তি করে মারমুশ বলেছেন, ‘‘এটা এমন একটি দিন যেটা আমি কখনোই ভুলবো না। বিশ্বের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করাটার অনুভূতিটা আসলে অসাধারণ। আমি খুবই উচ্ছ্বসিত। আমার পরিবার গর্বিত। আমরা সবাই ম্যানচেস্টারে আসতে পেরে খুবই আনন্দিত।’’

‘‘এখানে পেপ গার্দিওলার মতো কোচ আছেন। তার টেকনিক্যাল স্টাফরা আছেন। বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা এখানে আছে। একজন খেলোয়াড়ের উন্নতির জন্য যা যা প্রয়োজন সব ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে। এসব কিছুই আসলে আমাকে এখানে আসতে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।’’ —যোগ করেন মারমুশ।

মারমুশ ১৯৯৯ সালে কায়রোতে জন্মগ্রহণ করেন। মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াদি দেগলার একাডেমিতে তার ফুটবলে হাতেখড়ি হয়। ১৭ বছর বয়সে তিনি প্রথম দলে জায়গা পান। পরের বছর যোগ দেন উলভসবার্গে। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় ধারে সেন্ট পাউলি ও স্টুটগার্টে যান। ২০২৩-২০২৪ মৌসুমে তিনি বিদা দলবদল ফিতে যোগ দেন ফ্রাঙ্কফুর্টে এবং ২৯ ম্যাচে ১২ গোল করেন।

দলবদলের জানুয়ারি উইন্ডোতে মারমুশ হলেন ম্যানসিটির তৃতীয় সাইনিং। তার আগে আবদুকোদির খুশানোভ ও ভিটোর রেইসকে তারা দলে ভিড়িয়েছে।

ঢাকা/আমিনুল

Read Entire Article