আ. লীগ নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া এনসিপির সমাবেশ

18 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২২ মার্চ ২০২৫  

আ. লীগ নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া এনসিপির সমাবেশ

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

বক্তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনা রাজনীতিতে পুনর্বাসন হবে না উল্লেখ করে বলেন, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। এসময় বক্তারা অচিরেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান।

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

Read Entire Article