ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২১:৫৪, ১৮ মার্চ ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আদালত চলতো আর মামলার রায় গণভবন থেকে আসতো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা আইনজীবী সমিতি ভবনের অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নুর বলেন, “আওয়ামী লীগের আমলে আদালত চলতো শেখ হাসিনার নির্দেশে। মামলার রায় আসতো গণভবন থেকে। আদালতগুলোতে আওয়ামী লীগ পন্থীরা দখলদারি চালাতো। জুলাই গণঅভ্যুত্থানের পর এমন চলতে পারে না। এখানে সব দলের আইনজীবী সমান অধিকার থাকবে। শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলোতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না।”
তিনি বলেন, “ঢাকা বারে অ্যাডহক কমিটি রয়েছে। সব দলের অংশগ্রহণে দ্রুত সময়ের ভেতর ঢাকা বারের নির্বাচনের দাবি জানাই। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কিছুদিন হলো যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন বারে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কমিটি দেওয়া হচ্ছে। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, আইনজীবীদের সুরক্ষা ও জনগণের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে যাবে।”
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব ও গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন, “ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন দ্রুত দিতে হবে। অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারাদেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে।”
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলামে সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আইন সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
ঢাকা/মামুন/এসবি