ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৪৮, ১৮ মার্চ ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাম্পাসের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গণ হরকরা গ্যালারিতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম এ সভার আয়োজন করে।
সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক আবু সিনার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আ ছ ম তরীকুল ইসলাম।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ওবাইদুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট, ছাত্রদল ইবি শাখার সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক তরীকুল ইসলাম বলেন, “সুন্দর সমাজ বিনির্মাণে সিয়ামের রয়েছে অনবদ্য ভূমিকা। আমরা সবাই চাই একটা সুন্দর সমাজ হোক। কিন্তু সুন্দর সমাজ গড়তে যে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার, আমরা তা গ্রহণ করতে পারিনি।”
তিনি বলেন, “নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত গাইড বুক আল-কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই গাইড বুক গোটা পৃথিবীকে নান্দনিক করে গড়ে তুলতে যেভাবে কথা বলে, এতে করে নৈতিক অবক্ষয় আর থাকার কথা নয়।”
ঢাকা/তানিম/মেহেদী