ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৬:২৪, ১৫ মার্চ ২০২৫

ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অশ্লীল ও উসকানিমূলক মন্তব্য করার দুই শিক্ষার্থীর শাস্তি দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বিকর্ন দাস দিব্য এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্দু।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৭টায় এ বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে বিক্ষোভ শুরু করে প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর, প্রধান ফটক হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এ সময় তারা ‘উগ্রবাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’, ‘উগ্রবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসকনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অগ্রহণযোগ্য, অশ্লীল কথাবার্তা বলায় বিকর্ন দাস দিব্য ও প্রণয় কুন্দুকে শাস্তির আওতায় আনা অতীব জরুরি। এ ধরনের ধর্মীয় উসকানিদাতা ও অশ্লীল কটূক্তিকারীর স্থায়ী বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। ফেসবুকে এ ধরনের বিতর্কিত মন্তব্য আমাদের ব্যথিত করে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের নিরাপদ মনে করি না।

তারা আরো বলেন, বিকর্ণ দাস দিব্য ও প্রণয় কুন্দু পাবিপ্রবির ইতিহাসে একজন কুলাঙ্গার, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এ দেশে মুসলিম-হিন্দু-খ্রিষ্টান ভাই ভাই হিসেবে বসবাস করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু তারা পরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। এ পাবিপ্রবিতে যেকোনো ধর্ম নিয়ে কটূক্তি করলে আমরা ছাড় দেব না।

ঢাকা/আতিক/মেহেদী

Read Entire Article