ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আগামী ৩ মে থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী- আগামী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, একদিন আগে বুধবার (১৯ মার্চ) পৃথক এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার ১৪৯টি কেন্দ্র সংবলিত একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, মাদরাসাগুলোতে সেশনজট নিরসনে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী মে মাসেই ফাজিল অনার্স পরীক্ষাসহ ফাজিল পাস কোর্সেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এএএইচ/এএমএ