ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
শক্তিমত্তা ও সামর্থ্যের দিক থেকে কাগজে-কলমে প্রথম তিনে নেই আবাহনী। তবে কেউ কেউ বলছেন, কাগজে-কলমে মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের পরে অবস্থান করলেও মাঠের ক্রিকেটে এখন পর্যন্ত ওই ৩ দলের ওপরে তারা।
ঢাকা প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট প্রাপ্তিতে যৌথভাবে শীর্ষে থাকা তিন দলের অন্যতম গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আজ শুক্রবার ২ উইকেটে হারিয়েছে আবাহনী। এতে টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
৭ ম্যাচে টানা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের এক নম্বর দল এখন আবাহনী। আগামীকাল শনিবার যদি অগ্রণী ব্যাংক হেরে যায়, তাহলে আবাহনী এককভাবে থাকবে সবার ওপরে। সেটি না হলে আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকবে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক
শুক্রবার বিকেএসপি ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৬ ওভারে। আবাহনীর মুমিনুল হকের বাঁহাতি স্পিন ভেলকির সঙ্গে অন্য দুই বাঁহাতি স্পিনার রাকিবুল ও মাহফুজুর রাব্বি এবং ফর্মের চূড়ায় থাকা মোসাদ্দেক হোসেন সৈকতের সাড়াশি বোলিং আক্রমণে ৩৫.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ।
আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে দেওয়া গাজী গ্রুপের টপ স্কোরার আজ অধিনায়ক বিজয়। মোহামেডানের বিপক্ষে হার না মানা শতক (১৪৯) উপহারের পর শুক্রবার আবাহনীর সাথেও রান করেছেন তিনি। এদিন বিজয়ের ব্যাট থেকে আসে ৭৬ বলে ৬৮ রানের সাবলীল ইনিংস। এছাড়া ওয়াসি সিদ্দিক করেন ৪২ রান।
জবাবে আবাহনী জয়ের বন্দরে পৌঁছে ৬ বল আগে। অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন (৭৭ বলে ৭৬) ও অধিনায়ক শান্ত তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি আবাহনীর জয়ের ভীত গড়ে দেন। মাত্র ১৬ রানে ২ ওপেনার জিসান আলম (১০) ও পারভেজ ইমন (৬) আউট হওয়ার পর হাল ধরেন শান্ত ও মিঠুন।
মিঠুনের ৭৭ বলে ৭৬ রানের ইনিংসের সঙ্গে শান্তর অবদান ৬৩ বলে ৪৩ রান। কিন্তু ১ রানের ব্যবধানে দুই সেট ব্যাটার আউট হলে ম্যাচের চিত্র পাল্টে যেতে থাকে। শেষ দিকে মোসাদ্দেক (১৪ বলে ১৮) ও মুমিনুল (২৫ বলে ২৪) সময়ের দাবি মিটিয়ে দলকে জয়ের কাছে পৌঁছে দেন।তাতেই এবারের লিগে গুরুত্বপূর্ণ জয় পায় আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৯৯ (সাদেকুর রহমান ১৬, এনামুল হক বিজয় ৬৮, শোভন ৯, শামসুর রহমান শুভ ৬, ওয়াসি সিদ্দিক ৪২, আব্দুল গাফফার সাকলাইন ২৭; মুমিনুল ৪/৩৮, মোসাদ্দেক ২/১৮, মাহফুজুর রাব্বি ২/২৪, রাকিবুল ২/৪৮)।
আবাহনী: ৩৫ ওভারে ২০০/৮ (জিসান আলম ১০, পারভেজ ইমন ৬, নাজমুল হোসেন শান্ত ৪৩, মোহাম্মদ মিঠুন ৭৬, মোসাদ্দেক হোসেন ১৮, মুমিনুল ২৪; শেখ পারভেজ জীবন ৩/৪৪, আবুল হাশিম ২/৩০, লিয়ন ইসলাম ২/৪৫, শামসুর রহমান শুভ ১/৫)।
ফল: আবাহনী ২ উইকেটে জয়ী।
এআরবি/এমএইচ/এএসএম