‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না’ 

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৬ মার্চ ২০২৫  

‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, ‘‘যতদিন পর্যন্ত মানবসৃষ্ট তন্ত্র-মন্ত্র থাকবে, ততদিন অন্যায় থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো মতাদর্শ, মতবাদের মাধ্যমে দেশে শান্তি আসে নাই, আসবে না।’’

আজ রবিববার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজন অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘‘আপনার জন্য, অপনার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য ইসলাম অপরিহায্য সংবিধান।’’

একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন শিকদার বলেন, ‘‘রাজনীতিকে আমরা মনে করি ইনকামের সোর্স। কিন্তু রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। মানুষ ও দেশ কিসে ভালো থাকবে, নিরাপদ থাকবে; সেজন্য রাজনীতি করা। কিন্তু আমরা দেখতে পারছি, আমরা যারা রাজনীতি করি মানুষকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা; গুম, খুন কীভাবে করতে হয়, সেটা তারা ভালো করে জানে।’’

তিনি আরো বলেন, ‘‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।’’ ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলার শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

ঢাকা/বাদল/বকুল

Read Entire Article