কোচ বললেন ফাহামিদুল ‘রেডি না’, সুর মেলালেন জামালও

11 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৫:০৭, ১৯ মার্চ ২০২৫  

কোচ বললেন ফাহামিদুল ‘রেডি না’, সুর মেলালেন জামালও

ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে সৌদি আরব ক্যাম্পের পর বাদ দেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই দেশে ফেরেন জামাল ভুঁইয়ারা।

ফাহামিদুলকে দলে না রাখায় ফুটবলের কয়েকটি সমর্থক গ্রুপ আন্দোলন করে। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে লং মার্চের ঘোষণাও দেয়।

হামজা চৌধুরীকে নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ করে ফাহামিদুলকে নিয়ে সরব হয়ে ওঠেন ফুটবল ভক্তরা। ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ফাহামিদুলকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন হয়।

বাদ দেওয়ার কারণ নিয়ে কোচ কাবরেরা বলেন, “তার বয়স ১৮ বছর। সে আমাদের বিবেচেনায় আছে। কিন্তু এই মুহুর্তে জাতীয় দলের জন্য প্রস্তুত না। সে আমাদের সঙ্গে থাকবে ভবিষ্যতে।”

তাকে ভারতের বিপক্ষে বিবেচনা করা হবে কী না, এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, “না, এই মুহুর্তে না। সে ইতালি ফিরে গেছে।”

এদিকে কোচকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল বলেন, “কোচ একটা কথা বলেছে, ফাহমিদুল এই মুহুর্তে রেডি না। এটাকে আমাদের সমর্থন দিতে হবে।”

এদিকে সংবাদ সম্মেলন শেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকরা। বাফুফে সভাপতিও কোচের সিদ্ধান্ত নিয়ে তাদের বোঝান। 

ঢাকা/রিয়াদ/নাভিদ

Read Entire Article