বরিশাল বিমানবন্দর উন্নত করার দাবিতে আন্দোলনের ডাক দিলেন আলাল

16 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বরিশাল বিমানবন্দরকে উন্নত করার জন্য আমাদের আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু আমাদের বরিশালে পারে না। জরুরি অবস্থায় মানুষ ঢাকায় আসতে পারে না, আবার বিদেশেও যেতে পারে না। সেই জন্য বরিশাল বিমানবন্দরকে উন্নত করতে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর কচিকাঁচা মেলার মিলনায়তনে বরিশাল বিভাগ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আপনারা জানেন বরিশাল বিভাগ বিএনপির সৃষ্টি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা বাস্তবায়ন করেছিলেন। সেই কারণে বরিশাল বিভাগের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে যিনি নেতৃত্বে আছেন- তারেক রহমান তার কাছে ঋণী।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন বরিশাল বিভাগে কোনো ফেরি থাকবে না। পর্যায়ক্রমে তা হয়েছে।

বরিশাল বিভাগ ফোরামের উদ্দেশে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বরিশাল বিভাগ ফোরামকে একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে রাখতে হবে। যাতে সবাই এই সংগঠনে অংশ নিতে পারে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, যখন যে সরকারই আসুক না কেন, আমাদের বরিশাল উন্নত করার জন্য আমাদেরকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হায়দার আলী লেলিন, আরিফুল মোল্লা, বিভাগীয় কর আইনজীবী ফোরামের মাহাতাব আলমসহ বরিশাল বিভাগ ফোরামের বিভিন্ন পর্যায়ে নেতারা।

কেএইচ/এএমএ

Read Entire Article