ক্যানসার আক্রান্ত বলিউড নায়িকা ওমরাহ করতে মক্কা গেলেন

15 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বলিউড নায়িকা হিনা খান। তার ক্যামোথেরাপি চলছে। ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন এ নায়িকা। তবুও তার মনে রয়েছে অসীম শক্তি ও সাহস। তার মানসিক শক্তি মোটেই কমেনি। তাই এ অসুস্থ শরীরেও পবিত্র মক্কা শরীফে গিয়েছেন হিনা। রমজান মাসে উমরাহ করার ছবিও শেয়ার করলেন তিনি। এ ছবি দেখে অনুরাগীরা তার মনের জোরের প্রশংসা করছেন।

ওমরাহ করার সময়ের কমপক্ষে ২০টি ছবি হিনা খান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লা, উমরাহ ২০২৫। আল্লাহ ধন্যবাদ, আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ’ ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও। হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘উমরাহর জন্য সব প্রস্তুতি সারা।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, ‘শান্তি।’

ক্যানসার আক্রান্ত বলিউড নায়িকা ওমরাহ করতে মক্কা গেলেন

ছোটপর্দায় ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের মন জয় করেন। তারপর ‘খাতরো কে খিলাড়ি সিজন-৮’ এবং ‘বিগ বস-১১’-এ যোগ দেন হিনা। ক্যারিয়ারের সুসময় যাচ্ছিল এ নায়িকার। কিন্তু হঠাৎ গত বছরের জুনে সবাইকে দুঃসংবাদ দেন তিনি। ক্যানসার নিয়ে গুঞ্জনের সত্যতা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, স্তন ক্যানসারে আক্রান্ত হিনা। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, সেটিও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বারবার শারীরিক পরিস্থিতি আপডেট নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

ক্যানসার আক্রান্ত বলিউড নায়িকা ওমরাহ করতে মক্কা গেলেন

শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তার। একাধিকবার ক্যানসার আক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।

এমএমএফ/এএসএম

Read Entire Article