গোপালগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

10 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৯ মার্চ ২০২৫  

গোপালগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বুধবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা

ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন তারা। এর ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে ১ ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো- 
অবিলম্বে অযৌক্তিক রায় বাতিল করতে হবে এবং পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখতে হবে।

ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের পদনাম পরিবর্তন করে ল্যাব এসিস্ট্যান্ট/কারখানা সহকারী/ ওয়ার্কশপ খালাসি অথবা অন্য কোনো নামে নামকরণ করতে হবে।

ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যৌগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি (ভকেশনাল) করতে হবে।

২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব নন টেকনিক্যাল ক্রাফট ইনস্ট্রাকটরদের পলিটেকনিক ইনিষ্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে প্রত্যাহার করতে হবে।

শিক্ষক-কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে টেকনিক্যাল পদে-নন টেকনিক্যাল লোক নিয়োগ দিতে পারবে না।

ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজিস সপ্তম পর্বের শিক্ষার্থী মো. ফয়সাল কবির, আমিম ইসলাম ও মো. শাজ্জাদ হোসেন তাদের ৬ দফা দাবি মেনে নেয়োর আহ্বান জানান। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

ঢাকা/বাদল/মাসুদ

Read Entire Article