ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:১৮, ১৬ মার্চ ২০২৫
সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদ
চট্টগ্রামের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদ (২৫) ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাতে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ঢাকায় অবস্থান নিশ্চিত হয়ে সিএমপির একটি টিম ঢাকার তেজগাঁও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বসুন্ধরা শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাতেই তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ ।
সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার ওসিকে ‘পেটানোর হুমকি’ দেয় ছোট সাজ্জাদ। অন্যদিকে ছোট সাজ্জাদের অবস্থান সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার।
ঢাকা/রেজাউল/টিপু