ছেলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, জেলে গেলেন মা

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছখিনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি অপহরণ মামলার তিন নম্বর আসামি। মামলায় প্রধান অভিযুক্ত তার ছেলে মো. রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগমসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন আছেন।

মামলার বাদী অভিযোগ করেন, তার মেয়ে নানার বাড়ি সরাইল থেকে পড়াশুনা করে। নবম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে ওই এলাকার রিফাত উত্যক্ত করতেন। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। ১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাতনামাদের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করেন রিফাত।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, মামলায় অভিযুক্ত হিসেবে ছখিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/জেআইএম

Read Entire Article