জবিতে কোরআন বিতরণ করল ছাত্রশিবির 

5 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ১৮ মার্চ ২০২৫  

জবিতে কোরআন বিতরণ করল ছাত্রশিবির 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। এ সময় প্রায় ৫০০ শিক্ষার্থীর হাতে কোরআন বিতরন করে তারা।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জবি শাখা শিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস উপলক্ষে আড়াই হাজার শিক্ষার্থীকে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে প্রকাশিত লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের শেষ সময় ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত হলেও উপহারের কোরআন শেষ হলে কার্যক্রমটি বন্ধ হয়ে যাবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবে।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের কল্যাণের জন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পবিত্র মাস উপলক্ষে শিক্ষার্থীদের ইফতার বিতরণসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি বলেন, “এরই ধারাবাহিকতায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণের উদ্যেগ গ্রহণ করা হয়েছে। আজ প্রথম দিন ৫০০ জনের হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকিগুলো ২ হাজার কপি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

Read Entire Article