জাতীয় ঐক্যের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

5 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সর্বদলের জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের জন্য সবচেয়ে জরুরি ঐক্য। দলীয় স্বার্থ নয়, ক্ষমতার প্রতিযোগিতা নয়; সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই দেশ গড়ার জন্য একটি জাতীয় ঐক্য তৈরি করি।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ফান টাউন অডিটরিয়ামে সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে বলেছি এই কারণে যে, ইউনিয়ন এবং উপজেলায় মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। জন্মসনদ পায় না, মৃত্যুসনদ পায় না, চাকরি নিতে যাবে দেশ-বিদেশে সার্টিফিকেট পায় না। এই সমস্যাটাকে নন পলিটিক্যালি নিতে হবে। কোনো দলের মাধ্যমে লোকাল ইলেকশনগুলো আমরা চাচ্ছি না। নন পলিটিক্যাল নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচন। তারপরও আমরা মনে করি সব রাজনৈতিক দলের একসঙ্গে আলোচনায় বসা উচিত। তারপর আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সব সংস্কার শেষে নির্বাচন সম্ভব নয়। কিন্তু কিছু বিষয় আছে যা ভবিষ্যৎ রাজনীতির জন্য, নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের কথাগুলো খুব স্পষ্ট, অত্যন্ত জরুরি সংস্কার সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন করবেন।’

এসময় কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

Read Entire Article