টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নিলো প্রশাসন

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে দুটি ধাপে টানা ছয়দিন ইজতেমা পালন করে শুরায়ি নেজাম তাবলীগ জামাত বাংলাদেশ।

তারা বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়দানের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

শুরায়ি নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, অন্তর্বর্তী সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ছয় দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিল, আমরা তা পূরণ করে ইজতেমা করেছি। আমরা আশা করি সরকারি সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন বলেন, বিশ্ব ইজতেমা পরিচালনার তিন সদস্যের কমিটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা ময়দান বুঝে নিয়েছি। যথাযথ নিয়মে পরবর্তী পক্ষকে ময়দান হস্তান্তর করা হবে।

এ সময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিনদিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

মো. আমিনুল ইসলাম/এমআরএম

Read Entire Article