ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
টানা দ্বিতীয়বার ফাইনালে ফরচুন বরিশাল। পরপর দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা হাতে তুলে নিতে পারবেন তামিম ইকবাল? চিটাগং কিংস ফাইনালে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে বর্তমান চ্যাম্পিয়নদের?
এমন নানা প্রশ্ন সামনে রেখে বিপিএলের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। যদিও পেশাদারিত্বের জায়গা, তবুও তামিম ইকবালকে খেলতে হচ্ছে নিজ শহরের বিপক্ষেই।
ফাইনালের মত মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে।
বিস্তারিত আসছে...
আইএইচএস/