ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক অজ্ঞাত যুবক। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে বাবু সেখ (২০)।
স্থানীয় ইউপি সদস্য রাজিব সরকার রাজু বলেন, কৃষি জমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিনোদপুর বাজার থেকে তেল কিনে ফিরছিলেন ওই তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগীর মৃত্যু হয়। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এম এ মালেক/এফএ/জেআইএম