ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৩:৫৮, ১৫ মার্চ ২০২৫  

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১৫ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম কমেছে ১১.৪৭ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পিানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭৪.১০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৫.৬০ টাকা। এর ফলে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ৯.২১ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৮.৬৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৯৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৭.৫৭ শতাংশ, সামিট পাওয়ারের ৭.৫৫ শতাংশ, আইবিবিএল সেকেন্ড পার্পেচুয়াল বন্ডের ৭.৪৪ শতাংশ, ফ্যামিলি টেক্সটাইলের ৭.১৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৭.০৯ শতাংশ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৭.০৫ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

Read Entire Article