ঢাবিতে তারুণ্যের উৎসব শুরু আজ, বৃহস্পতিবার গাইবেন জেমস

7 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার। উৎসবের শেষদিন বৃহস্পতিবার মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব শুরু হবে। গতকাল সোমবার এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফ্লোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা ও উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেলা ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে উৎসব উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে- ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় উদ্বোধন, দুপুর ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, সোয়া ১২টায় ক্লিন ক্যাম্পেইন, ২টায় বিতর্ক প্রতিযোগিতা, সন্ধ্যা সাড়ে ৬টায় গান, নৃত্য এবং কবিতা আবৃতি ও ফোক গান (লালনগীতি, হাসন রাজার গান), সাড়ে ৭টায় ব্যান্ড সংগীত, নকশী কাঁথা (সাজেদ ফাতেমী)।

বুধবার পুরুষ ইভেন্টে বেলা ১১টায় বস্তা দৌড়, ১১টা ১০ মিনিটে দাবা, সাড়ে ১১টায় মোরগ লড়াই, দুপুর ১২টায় বেলুন ফুটানো, সোয়া ১২টায় সাত চাড়া ও আড়াইটায় রশি টানাটানি। এদিন নারী ইভেন্টে বেলা ১১টায় হাড়িভাঙা, ১১টা ১০ মিনিটে দাবা, সাড়ে ১১টায় বউচি, দুপুর ১২টায় স্কিপিং, সাড়ে ১২টায় ঝুড়িতে বল নিক্ষেপ, আড়াইটায় মিউজিক্যাল পিলো পাসিং। এছাড়া, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে গান, নৃত্য এবং কবিতা আবৃতি, ৭টা ২০ মিনিটে গম্ভীরা (চাঁপাই নবাবগঞ্জ), রাত সাড়ে ৮টায় ফোক গান (লালনগীতি, হাসন রাজার গান, চন্দনা মজুমদার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কেস কম্পিটিশন, বিকেল পৌনে ৪টায় পুরস্কার বিতরণ, সন্ধ্যা সাড়ে ৬টায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের অংশগ্রহণে ব্যান্ড সংগীত এবং সাড়ে ৮টায় জনপ্রিয় ব্যান্ড নগর বাউল (জেমস)-এর অংশগ্রহণে ব্যান্ড সংগীত।

এমএইচএ/কেএসআর

Read Entire Article