ঢাবির প্রতিবেদনে সহিংসতাকারীরা বাদ পড়ায় উপাচার্য কার্যালয় ঘেরাও

6 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতাকারী অনেকের নাম বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রতিবেদনে বাদ পড়ার কারণে উপাচার্য কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, আমরা জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এমন অনেক চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দেখেছি যাদের নাম বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে নেই। এমনকি এ নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে। অতিদ্রুত আমরা এই প্রতিবেদন সঠিক আকারে প্রকাশ করার দাবি জানাচ্ছি।

ঢাবি প্রক্টর সাইফুদ্দিন বলেন, এই প্রতিবেদন পূর্ণাঙ্গ না। আমরা আগামী সোমবারের মধ্যে শিক্ষা র্থীদের মাধ্যমে হল প্রভোস্টের সহায়তায় পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের চেষ্টা করবো।

বিএ/এএসএম

Read Entire Article