তিন পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

তিনটি পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে একটি নামের সঙ্গে শেখ মুজিবুর রহমান, একটির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যটির সঙ্গে শেখ রাসেলের নাম ছিল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এসব একাডেমির নাম পরিবর্তন করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর; গোপালগঞ্জের বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এবং জামালপুরের শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর করা হয়েছে।

অন্যান্য পল্লী উন্নয়ন একাডেমির নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নামকরণ করতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে তিনটি অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে আইন সংশোধন করে কী পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হয়েছিল।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগকে এই অধ্যাদেশের খসড়া পরিমার্জন করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

আরএমএম/কেএসআর/জেআইএম

Read Entire Article