ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:১২, ১৯ মার্চ ২০২৫
জিহাদ (সংগৃহীত ছবি)
নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ (১৭) নামের এক মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (১৮) নামের এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মৃতের পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জিহাদকে খুন করেছেন আরমান।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে ফতুল্লার পশ্চিম লামাপাড়ায় দরগাহ বাড়ি মসজিদের সামনে জিহাদকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ছেলে। আটক আরমান পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের ছেলে।
জিহাদের ভাবি সোনিয়া বেগম জানিয়েছেন, পশ্চিম লামাপাড়ায় বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকত জিহাদের পরিবার। স্থানীয় একটি মাদ্রাসায় পড়তেন জিহাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করেন। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেন। স্থানীয়রা জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় জিহাদ মারা যান।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেছেন, খুনের ঘটনায় ছুরিসহ আরমানকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। জিহাদে লাশ ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ঢাকা/অনিক/রফিক