নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

16 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২২ মার্চ ২০২৫  

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বরকত আলী গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবশত ছাদের ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

Read Entire Article