ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আইপিএল ২০২৪ আসরের শেষ ম্যাচে (লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে) স্লো ওভার রেটের কারণে শাস্তি দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। ওই মৌসুমে তিনবার একই অপরাধের কারণে এ অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
যেহেতু ওই ম্যাচের পর মুম্বাইয়ের আর কোনো ম্যাচ ছিল না, তাই হার্দিকের শাস্তিও কার্যকর করার উপায় ছিল না। সেই শাস্তি নতুন মৌসুমে এসে পেতে যাচ্ছেন হার্দিক। অর্থাৎ ২০২৫ আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচে হার্দিকের নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।
আজ বুধবার মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেন, হার্দিক প্রথম ম্যাচ খেলতে পারবেন না। উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
হার্দিক জানান, আগের মৌসুমে স্নো ওভার রেটের শাস্তির বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন না। তিনি বলেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। গত বছর যা ঘটেছে, সেটা খেলারই অংশ। আমরা শেষ ওভারটি প্রায় দেড় থেকে দুই মিনিট দেরিতে বল করেছি। তখন আমি এর শাস্তি সম্পর্কে জানতাম না। এটা দুর্ভাগ্যজনক, তবে নিয়ম তো নিয়মই। আমাকে প্রক্রিয়া মেনে চলতে হবে। আগামী মৌসুমে এই নিয়ম থাকুক বা না থাকুক, এটা উচ্চ কর্তৃপক্ষের বিষয়। তারা অবশ্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবে।’
হার্দিক আরও বলেন, ‘সূর্য (সূর্যকুমার) অবশ্যই ভারতের হয়ে টি-টোয়েন্টি নেতৃত্ব দিয়েছে। আমি না থাকলে এই ফরম্যাটে ওই আদর্শ নেতা।’
মুম্বাইয়ের প্রথম ম্যাচ চেন্নাইয়ে ২৩ মার্চ, প্রতিপক্ষ স্বাগতিক চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই ম্যাচে হার্দিকের সঙ্গে বেঞ্চে বসে থাকবেন জসপ্রিত বুমরাহও। গেল জানুয়ারি থেকে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন তিনি। যে কারণে শুরুর দিকের আরও কয়েকটি ম্যাচ মিস করবেন বুমরাহ।
গেল মৌসুমে একই অপরাধ তৃতীয়বার করায় এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল হার্দিককে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে আহমেদাবাদে মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন হার্দিক। মুম্বাইয়ের প্রথম হোম ম্যাচ ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে।
এমএইচ/জিকেএস