নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

6 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৫ মার্চ ২০২৫  

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় শরিফুল ইসলাম (৪০) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত শরিফুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শরিফুল/রাজীব

Read Entire Article