প্যারোলে এসে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক ইউপি চেয়ারম্যান 

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৫:১৩, ১৫ মার্চ ২০২৫

প্যারোলে এসে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক ইউপি চেয়ারম্যান 

সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রয়াত সাবেক সংসদ সদস্য মোকিম হাওলাদারের ছেলে কবির হোসেন হাওলাদার।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের মা মেহেরুন নিসা (৭৫) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। পরে তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। এরপর পুলিশ পাহারায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ কামদেবপুর গ্রামে জানাজার জন্য নিয়ে আসা হয় কবির হোসেনকে।

এর আগে, ২০২৪ সালের ১২ জুন নলছিটিতে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় কবির হোসেন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুস সালাম  জানান, আদালতের নির্দেশে সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তার মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

ঢাকা/অলোক/টিপু 

Read Entire Article