ফেনীতে সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এক্সকাভেটর কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর পৌরসভার বারাহীপুরের বাড়িতে ও শহরের স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার রাতে সামাজিকযোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে হামলার ঘোষণা দেয় তারা। ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে নাসিমের বাড়ির দিকে রওনা দেন। সেখানে হামলা ও ভাঙচুর চালায়। পরে ছাত্র-জনতা ফেনী রেল স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে স্থানীয় জনতাও অংশ নেয়।

ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন শাকিল বলেন, এক্সকাভেটর কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি-৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় ৭টায় কর্মসূচি দেওয়া হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহতরা আজকে এখানে কর্মসূচি পালন করি।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এর আগে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নাসিমের ফেনীর বাসভবন ও স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরএম

Read Entire Article