ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
অমর একুশে বইমেলায় (২০২৫) প্রকাশিত হয়েছে গবেষক ও লেখক আলতাফ পারভেজের নতুন বই ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’।
সাধারণভাবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়েছে। সেই পর্বের তথ্য-উপাত্ত ও প্রাথমিক ঘটনাক্রমের নির্মোহ বিবরণ সংরক্ষণের চেষ্টা করা হয়েছে এ বইয়ে। সেই সঙ্গে পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত দশটি ভাগে অভ্যুত্থানকালীন ঘটনাবলি নথিবদ্ধকরণ এবং অভ্যুত্থানের রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সংগঠকদের ‘৩৬ জুলাই’-এর আগের কর্মকাণ্ড ও ঘটনাবলির বিবরণসহ নানা দিক যুক্ত হয়েছে। পুরোটা তৈরি করা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রসহ অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের ভিত্তিতে। ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে এই গ্রন্থ নিঃসন্দেহে সহায়ক হবে।
বই: ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’
লেখক : আলতাফ পারভেজ
প্রকাশক : প্রথমা প্রকাশন
আইএসবিএন : ৯৭৮৯৮৪৫৩৭০০৮০
প্রকাশের সাল : ২০২৫
বাঁধাই : হার্ডকবার
পৃষ্ঠা সংখ্যা : ২৩২
দাম: ৪১৬.২৫ টাকা (২৫% ছাড়)
ঢাকা/এসবি