বহিষ্কৃত ১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়, অধিকতর তদন্তের সিদ্ধান্ত

8 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৮ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৪, ১৮ মার্চ ২০২৫

বহিষ্কৃত ১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়, অধিকতর তদন্তের সিদ্ধান্ত

১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংসতায় বহিষ্কৃত ১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়। এ ঘটনায় অধিকতর তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল (১৭ মার্চ) সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শিগগিরই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, এটি চূড়ান্ত লিস্ট নয়। অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি হয়েছে। কমিটি শিগগিরই কাজ শুরু করবে। হলে হলে এবং ডিপার্টমেন্টে নোটিশ দেওয়া হবে।

উল্লেখ্য, সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা/সৌরভ/এনএইচ

Read Entire Article