বাইক নিয়ে ভারতে প্রবেশ করে আটক দুই বাংলাদেশি

5 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবির চেকপোস্ট উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

তারা হলেন মাসুম ইসলাম (১৮) এবং উৎসব চন্দ্র রায় (২১)।

ঘটনার পর মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

গ্রেফতার মাসুম পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে এবং উৎসব চন্দ্র রায় দিনাজপুর জেলার দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে।

এদিকে সোমবার রাতে তেঁতুলিয়া ইসলামপুর সীমান্ত থেকে আতিকুর রহমান (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি জানায়, আতিকুর রহমানসহ চার বাংলাদেশি রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আতিকুরকে আটক করে। পরে তাকে মারধর করে ঘণ্টাখানেক পর বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে।

আতিকুর রহমানের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকায়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে ওই দুই তরুণ বিজিবির সিগন্যাল অমান্য করে ভারতে অনুপ্রবেশ করে। এছাড়া আরেক বাংলাদেশি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, তিন বাংলাদেশির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দুটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সফকিুল আলম/জেডএইচ/এমএস

Read Entire Article