বাকৃবিতে প্রায় ৪০০ শিক্ষার্থীকে ইফতার দিল ছাত্রদল

7 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ১৮ মার্চ ২০২৫  

বাকৃবিতে প্রায় ৪০০ শিক্ষার্থীকে ইফতার দিল ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। এতে হলের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) নাজমুল আহসান হলের খেলার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এবং ইফতারের মাধ্যমে এক বন্ধন তৈরি করতে এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। অপরদিকে, শিক্ষার্থীদের অনেকেই এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে শহীদ নাজমুল আহসান হল ছাত্রদলের সংগঠক আব্দুল্লাহ আল নোমান নিয়ন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সব ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকতে চায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই হলের সব শিক্ষার্থীদের নিয়ে আমাদের এ আয়োজন। ছাত্রদল যেন আরো ভালোভাবে এ বিশ্ববিদ্যালয়ের, সমাজের তথা দেশের সেবা করার মাধ্যমে এগিয়ে যেতে পারে, এজন্য সবার দোয়া ও সমর্থন চাই।”

বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “হলে হলে ছাত্রদলের পক্ষ থেকে ইফতারের আয়োজনের উপলক্ষ হলো, হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সেতুবন্ধন তৈরি করা।”

ঢাকা/লিখন/মেহেদী

Read Entire Article