‌বি‌দে‌শে ৯ ফ্ল্যাটসহ গোলাপের শত কোটি টাকার অবৈধ সম্পদ

10 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৬:২৮, ১৯ মার্চ ২০২৫  

‌বি‌দে‌শে ৯ ফ্ল্যাটসহ গোলাপের শত কোটি টাকার অবৈধ সম্পদ

আব্দুস সোবহান গোলাপ।

আমেরিকায় ৯টি ফ্ল্যাটসহ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, সা‌বেক এম‌পি আবদুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা। এই সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কমিশন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আবদুস সোবহান গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন এবং তা ভোগদখলে রাখেন। এ ছাড়া তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট নামে ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারার এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

Read Entire Article