মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

4 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ান পারভেজকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার পারভেজ বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সর্দারপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি টোকরাভাসা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদরাসার শিক্ষক রেজওয়ান পারভেজ দীর্ঘদিন ধরে ছাত্রদের বলাৎকার করে আসছেন। তাদের ভয়ভীতি দেখিয়ে ও পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হয় যেন বিষয়টি প্রকাশ না করা হয়। কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। সোমবার (১৭ মার্চ) তারাবিহ নামাজের পর ওই ছাত্র তার পরিবারকে বিষয়টি জানায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেন। এসময় ওই ছাত্রের পাশাপাশি আরও এক ছাত্রের ওপর পাশবিক নির্যাতনের খবর জানতে পারে পুলিশ। পরে রাতেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) ভুক্তভোগী মাদরাসাছাত্রদের একজনের অভিভাবক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ১১ ও ১২ বছর বয়সী দুই মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।।

সফিকুল আলম/এসআর/এমএস

Read Entire Article