মাদারীপুরে তিন ভাই হত্যা: ১০ দিন পর মারা গেলেন প্রতিবেশীও

13 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত তাজেল হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন।

তাজেল হাওলাদার একই এলাকার আজিজুল হাওলাদারের ছেলে।

অপর নিহতরা হলেন- একই এলাকার আজিবর সরদারের দুই ছেলে সাইফুল সরদার (৩৫) ও আতাউর সরদার (৪০) এবং তাদের চাচাতো ভাই মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খা’র বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৮ মার্চ বেলা ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালান হোসেন সরদার ও শাজাহান খা’র লোকজন।

এসময় সাইফুলের চিৎকারে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এই ঘটনায় ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল সরদার ও তার বড়ভাই আতাউর সরদারকে। এছাড়াও আহত অবস্থায় ১০ জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই দিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার মারা যান।

এই ঘটনার ১০দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতিবেশী তাজেল হাওলাদার। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জন।

এই হত্যার ঘটনায় পরের দিন ৯ মার্চ মাদারীপুর সদর থানায় ৪৯ জনকে আসামি করে মামলা করেন নিহত সাইফুল ও আতাউর সরদারের মা সুফিয়া বেগম। এ পর্যন্ত এই মামলায় পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়ি নিয়ে আসা হবে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি টহলও বাড়ানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

Read Entire Article