মীর নাছির ও মীর হেলালের সাজা আপিলে স্থগিত

7 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া তিন বছরের দণ্ড স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের আপিলের অনুমতি দিয়েছেন।

তাদের পৃথক লিভ টু আপিল মঞ্জুর করে রোববার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট রায় দেন। আপিল বিভাগের আদেশে এ মামলায় পুনরায় শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ওই রায়ের পর আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেন মীর নাছির ও মীর হেলাল।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাছির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ।

রায়ে মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সঙ্গে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে ওই আপিল দুটির পুনরায় শুনানি হয়।

এফএইচ/এমকেআর/জেআইএম

Read Entire Article