ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:২৩, ১৮ মার্চ ২০২৫
ছবি: প্রতীকী
সাবান মেয়াদোত্তীর্ণ কিনা, এই বিষয়ে আমরা তেমন একটা নজর দিতে চাই না। কিন্তু চিকিৎসকেরা বলছেন, মেয়াদোত্তীর্ণ সাবান শরীরের নানা ক্ষতি করতে পারে। তিনটি লক্ষণ দেখে বোঝা যায় সাবান মেয়াদোত্তীর্ণ হয়েছে কিনা। ভারতীয় চিকিৎসক ডাঃ করুণা মালহোত্রা, কসমেটোলজিস্ট বলেন, ‘‘আপনার সাবানের বারটি ভালোভাবে খেয়াল করে দেখুন বিবর্ণ হয়ে গেছে কিনা। এ ছাড়া সাবানের সুগন্ধ কমে যাওয়া এবং এতে ছত্রাকের লক্ষণ দেখা দেওয়া- এ সবই সাবান মেয়াদোত্তীর্ণ হওয়ার লক্ষণ।’’
মেয়াদোত্তীর্ণ সাবান ত্বকের যে ক্ষতি করে
সাবান যখন ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বারটি কোথায় রাখা হচ্ছে, কীভাবে রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে সাবানের রং ও গুণ ভালো থাকা না থাকা। সাবান ব্যবহারের পর এমনভাবে সংরক্ষণ করা উচিত যাতে সবানের গায়ে পানি জমে না থাকে। সোপ কেসে পানি জমে থাকলে তাতে নানা রকম ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্ম হতে পারে। যা ক্ষকের ক্ষতি করতে পারে। এজন্য সম্ভাব্য ক্ষতি এড়াতে সাবান ব্যবহারের পরে ভালোভাবে সংরক্ষণ করা জরুরি।
মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহারের ফলে ত্বকে চুলকানি দেখা দিতে পারে। এ ছাড়া র্যাশ ও ঘা হতে পারে।
মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহারের ফলে ত্বক লালচে হয়ে যেতে পারে।
ত্বকের তৈলাক্ত ভাব কমে যেতে পারে।
উল্লেখ্য, ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য সাবান ব্যবহারের পরে পেট্রলিয়াম জেলি বা তরল প্যারাফিন বেসড ময়েশ্চারাইজার ত্বকে ম্যাসাজ করে নেওয়া ভালো।
ঢাকা/লিপি