ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মব সৃষ্টি করে মারধরের শিকার যুবকের অবস্থা সংকটাপন্ন। জান মিয়া নামের ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুকেও ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া শিশু ধর্ষণের অভিযোগে জান মিয়া এবং মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে জান মিয়া নামের ওই যুবককে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে তাকে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। তাদের হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত)-সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযুক্ত জান মিয়ার অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জান মিয়াকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও মামলা হচ্ছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক। তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হবে। বিচার প্রক্রিয়া আছে, তার আগে কাউকে মারধর বেআইনি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলমান।
টিটি/ইএ/জেআইএম