শিশুকে অতিরিক্ত শাসন করছেন?

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৪:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫  

শিশুকে অতিরিক্ত শাসন করছেন?

অনেক বাবা মা শিশুকে অতিরিক্ত শাসন করেন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত শাসন করলে শিশুর মানসিক বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। এ ছাড়া, শিশুর শেখার ক্ষমতা কমে যেতে পারে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে শিশুকে অতিরিক্ত শাসন করলে শুধু মানসিক ক্ষতিই হয় না, তার শারীরিক ক্ষতিও হয়ে তাকে। অতিরিক্ত শাসনের ফলে শিশুর যেসব ক্ষতি হয় জেনে নিন।

আত্মবিশ্বাস কমে যেতে পারে: অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু যখন কিছু বলতে যায় তখন বাবা-মায়েরা তাকে আটকে দেন। এতে শিশুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আত্মবিশ্বাসও অনেকটা হ্রাস পায়।

তর্ক করার প্রবণতা বারে: শিশুকে কথা বলতে বাধা দিলে বাবা মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটতে পারে এবং শিশুর তর্ক করার প্রবণতা বাড়তে পারে।

সৃজনশীল ক্ষমতা কমে যায়: শিশু কোনো কাজ করতে গেলেই যদি বাধা পায় তাহলে ‘নার্ভাসনেস’ এ ভুগতে পারে। শিশুর মনে রাগ জন্মাতে পারে। একটা পর্যায়ে শিশু তার মনে কথা শেয়ার করার আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

করণীয়: শিশুকে কথা বলতে দিন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। সে কি বলতে চায় বোঝার চেষ্টা করুন। আপনি যা বলতে চান তা বুঝিয়ে বলুন। প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। শিশুকে তিরস্কারের বদলে প্রশংসা করুন। যেকোন মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে। শিশুর ছোট ছোট কাজগুলো কত সুন্দর, কী করলে আরও বেশি সুন্দর হতে পারে তা বলুন। এতে সে কাজের প্রতি আরও উৎসাহী হবে। আপনার সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চেষ্টা করবে। তবে অতিরিক্ত প্রশংসা না করাই ভালো। অতিরিক্ত প্রশংসা অতিরিক্ত শাসনের মতোই ক্ষতিকর হতে পারে। 

ঢাকা/লিপি/এনএইচ/এসবি

Read Entire Article