শেখ মুজিব ও তার পরিবারের নামে স্থাপনা মুছে দিলো শিক্ষার্থীরা

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নাম মুছে দিয়ে ‘বিজয় ২৪ হল’ নামকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত ‌‘বঙ্গবন্ধু ম্যুরাল’ নাম মুছে দিয়ে ‘মুক্তমঞ্চ’ নাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হল, ক্যাম্পাস সংলগ্ন মেসে থাকা শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় শিক্ষার্থীদের শেখ হাসিনা ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে স্থাপনা মুছে দেন শিক্ষার্থীরা।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, আমরা জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ রেখেছি।

jagonews24

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হেলাল মুজাহিদ বলেন, ফ্যাসিবাদের বীজ অবশিষ্ট রাখা যাবে না। ইতিহাসের পাতায় মুজিব পরিবার অভিশপ্ত হয়ে থাকবে। আওয়ামী লীগ চির ঘৃণীত হয়ে থাকবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন বলেন, সাধারণ শিক্ষার্থীরা মনে করে স্বৈরাচারের নামে হলের নামকরণ থাকতে পারে না। খুনি হাসিনা দেশের সব প্রতিষ্ঠানগুলো নিজের পারিবারিক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিল। নিজেদের অপকর্মগুলো ঢাকার জন্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়। যাদের হাতে হাজারো ছাত্র-জনতার রক্ত লেগে আছে তাদের পরিবারের কোনো সদস্যদের নামে স্থাপনা থাকতে পারে না।

ফারহান সাদিক সাজু/এমআরএম

Read Entire Article