শেষ বলে ৪ মেরে মজিদের সেঞ্চুরি ও রূপগঞ্জের জয়

11 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৭:০০, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ১৭:০৩, ১৯ মার্চ ২০২৫

শেষ বলে ৪ মেরে মজিদের সেঞ্চুরি ও রূপগঞ্জের জয়

আব্দুল মজিদ || ফাইল ছবি

পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেওয়া ২২৪ রানের লক্ষ‌্য ছুঁতে রূপগঞ্জ টাইগার্সের শেষ ৬ বলে দরকার ছিল ১০ রান। ওপেনিংয়ে নেমে দলকে শুরু থেকে লড়াইয়ে রাখা আব্দুল মজিদ ব‌্যাটিং করছিলেন ৯২ রানে। তার সেঞ্চুরির অপেক্ষা এবং রূপগঞ্জের জয়ের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছিল বিকেএসপির-৩ নম্বর মাঠে। পাশের ৪ নম্বর মাঠ থেকেও ম‌্যাচের খোঁজ নিচ্ছিলেন অনেকে।

শুরুর ৫ বলে কোনো বাউন্ডারি আসেনি। মজিদ কেবল একটি ডাবলস নিতে পেরেছিলেন। এছাড়া ফয়সাল স্ট্রাইক রোটেট করতে পারছিলেন। শেষ বলে রূপগঞ্জের জয়ের জন‌্য দরকার ছিল ৩ রান। মজিদের অপেক্ষা ৪ রানের।

পারটেক্সের পেসার তৌফিকের শর্ট বল উইকেট থেকে সরে ফাইন লেগের ফাঁকা জায়গা দিয়ে চার মেরে দুই সমীকরণ মিলিয়ে ফেলেন মজিদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার নবম সেঞ্চুরি। টানা পাঁচ হারের পর রূপগঞ্জ টাইগার্স পায় প্রথম জয়ের স্বাদ। পারটেক্সকে তারা হারিয়েছে ৪ উইকেটে।

তাদের জয়ের নায়ক মজিদ ১২৩ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন শতরানের ইনিংসটি। এছাড়া তিনে নামা আসাদুল্লাহ গালিব ৮০ বলে ৫০ করেন ৪ চার ও ১ ছক্কায়। শেষ দিকে আরিফুলের ৩০ বলে ৩৪ রানের ইনিংসে রূপগঞ্জের জয়ের কাজটা তুলনামূলক সহজ হয়ে যায়। বাকি কাজটা সারেন সেঞ্চুরিয়ান মজিদ।

পারটেক্সের হয়ে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন আহরার আমিন। ১ উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু, তানভীর হোসেন ও জাওয়াদ রোয়েন।

এর আগে পারটেক্সের ব‌্যাটিং শুরুটা বেশ ভালো ছিল। দুই উদ্বোধনী ব‌্যাটসম‌্যান ৯৮ রানের জুটি গড়েন ২৩ ওভারে। জয়রাজ শেখ ৫৪ ও রুবেল মিয়া ৫২ রান করেন। কিন্তু তারা সাজঘরে ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। ১২৫ রান যোগ করতেই গুটিয়ে যায় তারা। রান পাননি অধিনায়ক সাব্বির রহমান। ৭ বলে করেন ২ রান। জাওয়াদ ২৩ ও রাকিব ২৬ রান যোগ করায় তাদের রান দুইশ পেরিয়ে যায়।

রূপগঞ্জের বোলিংয়ের সেরা ছিলেন স্পিনার আল-আমিন জুনিয়র। ২.৫ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া ৩ উইকেট পেয়েছেন আরেক স্পিনার মাহমুদুল হাসানও। ৪৬ রানে তিনি ৩ উইকেট পান।

লিগে প্রথম ম‌্যাচ জয়ের পর টাকা পাঁচ হারের তিক্ত স্বাদ পেল সাব্বির রহমানের পারটেক্স। অন‌্যদিকে পাঁচ হারের পর ষষ্ঠ রাউন্ডে জয়ের খাতা খুলল রূপগঞ্জ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

Read Entire Article