ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজায় ইসরায়েলি হামলা: দেশে দেশে নিন্দার ঝড়
গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ মার্চ) অবরুদ্ধ গাজায় চালানো হামলায় কয়েকশ হতাহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে নারী ও শিশুও।
বাংলাদেশের হিন্দুদের নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেলেন ট্যামি ব্রুস
বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সম্পর্কে করা প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয় উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ৪০৪
গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত বেড়ে ৪০৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৬২ জন।
যুক্তরাষ্ট্র নয়, প্রথা ভেঙে ইউরোপ সফর করলেন কানাডার প্রধানমন্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউরোপকে বেছে নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে তিনি দীর্ঘ ঐতিহ্যকে ভেঙেছেন। কারণ রীতি অনুযায়ী, কানাডার কোনো প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের তালিকায় থাকে যুক্তরাষ্ট্র।
৯ মাস পর মহাকাশ স্টেশন ছাড়লেন আটকে পড়া দুই নভোচারী
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় অনুসারে) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দেয় স্পেসএক্সের ড্রাগন যান।
গাজায় যুদ্ধবিরতির মধ্যে ভয়াবহ হামলায় রাশিয়ার উদ্বেগ
গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ এলাকাটিতে হামলা চালিয়ে নতুন করে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
একরাতেই ইউক্রেনের ৪৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
মাত্র একরাতে ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, এর মধ্যে বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে।
ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল
পবিত্র রমজান মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পরামর্শ করেই এই হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেছেন, হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইসরায়েল পরামর্শ করেছে। খবর রয়টার্সের।
চীনে জন্মহার বাড়াতে শিশু যত্নে ভাতা ও বিনামূল্যে দুধ বিতরণের উদ্যোগ
চীনের ইনার মঙ্গোলিয়ার রাজধানী হোহহট এ মাসে শিশুর দেখভাল সংক্রান্ত বেশ কিছু ভাতা ঘোষণা করেছে এবং নতুন মায়েদের সুবিধার্থে প্রতিদিন বিনামূল্যে এক কাপ দুধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন প্রদেশ জন্মহার বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
ইসরায়েলি হামলায় গাজার স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
পবিত্র রমজান মাসেও গাজায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
পাকিস্তান-আফগানিস্তান অস্ত্রবিরতি, ফের খুলছে তোরখাম ক্রসিং
অবশেষে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে অস্ত্রবিরতির সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আবারও চালু হতে চলেছে তোরখাম বাণিজ্যিক রুট। কয়েক সপ্তাহ ধরে খাইবার-তোরখাম সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে গত সোমবার (১৭ মার্চ) পাক-আফগান জিরগার মধ্যে এই সমঝোতা হয়।
ভারতে ফের সাম্প্রদায়িক সহিংসতা, নাগপুরে কারফিউ জারি
ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা। পরিস্থিতি মোকাবিলায় সেখানে এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) নাগপুরের গণেশপেঠ, মহাল ও গান্ধীবাগ এলাকায় তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এমএসএম/এএসএম