সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

14 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৭ মার্চ ২০২৫  

সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি: রাইজিংবিডি

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৭ মার্চ) দুপুরে যশোর বিমানবন্দরের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সিভিল এভিয়েশন কর্মকর্তা ও কর্মচারীরা ‘দখলদার হঠাও’, ‘সিভিল এভিয়েশন বাঁচাও, ষড়যন্ত্র বন্ধ কর’, ‘এভসেক বিভাগ রক্ষা কর।’ ‘বিমানবন্দরের নিরাপত্তা বেবিচকের দায়িত্বে থাক’সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরে মানববন্ধনে বক্তরা বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন ‘এভিয়েশন সিকিউরিটি’ বিভাগ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা বিধানে কাজ করে আসছে। এ বিভাগ থাকার পরও ‌বাংলাদেশ এয়ারলাইনস সিকিউরিটি ফোর্স নামের নতুন একটি বিভাগ গঠনের প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। বেবিচকের পর্ষদ সভায় আলোচনার জন্য এ প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

যশোর/রিটন/সাইফ

Read Entire Article