ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সিরাজগঞ্জে বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের মিলনমোড় ও থানারোড এলাকার দফায় দফায় এই সংঘর্ষ হয়। এতে কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে থানা রোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র আজ সকাল থেকেই মহল্লার দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে তিনি গুরুত্বর আহত হন।
তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, র্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম এ মালেক/জেডএইচ/জেআইএম