সেঞ্চুরিতে দলকে জেতালেন সাদমান

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২১:১১, ১৬ মার্চ ২০২৫  

সেঞ্চুরিতে দলকে জেতালেন সাদমান

আগের টানা চার ম্যাচে চার হার রূপগঞ্জ টাইগার্সের। পঞ্চম রাউন্ডেও তারা জয়ের মুখ দেখতে পারল না। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তাদেরকে হেসেখেলে হারিয়েছে বিকেএসপির ৪ নম্বর মাঠে।

আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ২৬০ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে অগ্রণী ব্যাংক ৪৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তাদের জয়ের নায়ক ওপেনার সাদমান ইসলাম। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের টেস্ট ওপেনার। ১০৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাদমান। এছাড়া ৬২ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। সাদমানের সঙ্গে ৩৪ রানে অপরাজিত ছিলেন মার্শাল আইয়ুব। এছাড়া ইমরানউজ্জামান ২৮ ও অমিত হাসান ১৫ রান করেন।

এর আগে অগ্রণী ব্যাংকের বোলিং ছিল নিয়ন্ত্রিত। ৩টি করে উইকেট নেন পেসার রুয়েল মিয়া ও স্পিনার তাইবুর রহমান। ১টি করে উইকেট পান রবিউল, শুভাগত, আরিফ।

রূপগঞ্জ টাইগার্সের হয়ে ব্যাটিংয়ে লড়াই করেন অমিত মজুমদার। ১০৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন তিনি। এছাড়া ৫৭ রান আসে আসাদুল্লাহ গালিবের ব্যাট থেকে। আরিফুল হক ৪০ ও আল-আমিন ৩২ রান করেন। সম্মিলিত প্রচেষ্টায় লড়াকু স্কোর পেলেও সাদমানের দৃষ্টিনন্দন সেঞ্চুরিতে ম্যাচ সহজেই জিতে যায় অগ্রণী ব্যাংক।

পাঁচ ম্যাচ শেষে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে তাদের অবস্থান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

Read Entire Article