ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। সেই হিসেবে ঢাকা কলেজ ক্যাম্পাসই হচ্ছে নতুন এ বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স সদরদপ্তর।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সাত কলেজের অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এরপর অধ্যাপক ইলিয়াসকে প্রশাসক পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শিগগির চূড়ান্ত নিয়োগ দিয়ে আদেশ জারি করা হবে।
গত ১৬ মার্চ প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ব্রিফিংয়ে জানান, সাত কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় গঠিত হবে, সেটির জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করা হবে। সাত কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে এ পদে নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামকরণ চূড়ান্তের পর এটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে রূপরেখা তৈরির কাজ করছে ইউজিসি। রূপরেখা চূড়ান্ত হলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে সংস্থাটি। মন্ত্রণালয় সেটি যাচাই শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠাবে। সেখানে অনুমোদনের পর অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে পরিচালিত হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
ইউজিসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এটা মূলত সাক্ষাৎকার নয়, তাদের মতামত। সেখানে ঢাকা কলেজের অধ্যক্ষকে অধিকাংশ অধ্যক্ষ সমর্থন দিয়েছেন। তাকে প্রশাসক নিয়োগ করা হতে পারে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পর সাতটি কলেজে কো-অর্ডিনেশন ডেস্ক করা হবে। সেই ডেস্ক পরিচালনার দায়িত্বে থাকবেন প্রশাসক তথা ঢাকা কলেজের অধ্যক্ষ। তার নিজ কলেজে বসে তিনি সব দায়িত্ব সামলাবেন। এজন্য তার কলেজটি হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার্স বা সদরদপ্তর। খুব শিগগির এ নিয়ে আদেশ জারি হতে পারে।’
এএএইচ/জেএইচ/এএসএম