হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩১

8 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৬:৫৮, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৯, ১৬ মার্চ ২০২৫

হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩১

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহৎ পরিসরে সামরিক হামলা শুরু করেছেন। এই অভিযানের শুরুতেই কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এই অভিযান কয়েক দিন স্থায়ী হতে পারে বলে রবিবার রয়টার্স জানিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, “হুতি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সময় শেষ, আর তোমাদের আক্রমণ আজ থেকেই বন্ধ করতে হবে। যদি এটা না কর, তাহলে তোমাদের উপর এমন বৃষ্টি নামবে যা তোমরা আগে কখনো দেখনি।”

ট্রাম্প হুতিদের প্রধান সমর্থক ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা উচিত। যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, ‘আমেরিকা তোমাদের সম্পূর্ণ জবাবদিহি করবে এবং আমরা এ ব্যাপারে ভালো আচরণ করব না।’

রবিবার ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, হুথিরা স্বাধীন এবং তারা তাদের নিজস্ব কৌশলগত এবং কর্মক্ষম সিদ্ধান্ত নেয়।

হোসেইন সালামি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, “আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে ইরান যদি তাদের হুমকি কার্যকর করে তবে তারা চূড়ান্ত এবং ধ্বংসাত্মকভাবে জবাব দেবে।”

হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।

ঢাকা/শাহেদ

Read Entire Article