ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বাগেরহাটের দুবলার চর থেকে অপহৃত ১৫ জেলের মধ্যে নয়জনকে মুক্তি দিয়েছে বনদস্যুরা। অপহরণের ১৭ দিন পর ২৫ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান এসব জেলে। মাথাপিছু দুই লাখ ৮৫ হাজার টাকা করে মুক্তিপণ দিতে হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় জঙ্গল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাড়ি ফেরেন তারা। তবে বাকি ছয়জন মুক্তিপণের টাকা দিতে না পারায় তাদের জিম্মি করে রাখা হয়েছে।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেদের মধ্যে সাতজনের বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে। একজনের বাড়ি শ্যামনগরে ও আরেকজনের বাড়ি খুলনায়।
ফিরে আসা জেলেরা হলেন সাতক্ষীরার আজাহারুল ইসলাম, রুইয়ারবিল গ্রামের আলমগীর হোসেন, একই গ্রামের হাফিজুর রহমান, মো. শাহীনুর আলম, দিঘালারাইট গ্রামের মো. রাসেল, শ্রীপুর গ্রামের মো. শাহাজান ঢালী, দৃষ্টিনন্দন গ্রামের নুরে আলম এবং শ্যামনগর উপজেলার শাহ্ আলম।
মুক্তিপণের টাকা দিতে না পারায় আটক থাকা ছয়জনের মধ্যে সাতক্ষীরার আশাশুনির চাকলা গ্রামের মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের অরাফাত হোসেন ও শাহাজান গাজী রয়েছেন।
অপহৃত শাহাজান গাজীর স্ত্রী নাজমা খাতুন বলেন, স্বামী বাড়ি আসছেন খবর পেয়ে রাত ৩টা পর্যন্ত বেড়িবাঁধের ওপর বসে ছিলাম। কিন্তু প্রতাপনগরের সাতজন এলেও আমার স্বামীসহ চাকলা গ্রামের তিনজন ফিরে আসেনি। এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না।
এসময় নাজমা খাতুন স্বামীকে মুক্ত করে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
প্রতাপনগর ইউনিয়নের সাবেক মেম্বর গোলাম রসুল জাগো নিউজকে জানান, মাথাপিছু ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে অপহৃত ১৫ জেলের মধ্যে নয়জনকে মুক্তি দিয়েছে ডাকাতরা। বাকি ছয়জনের মধ্যে আমার গ্রামের তিনজন রয়েছে। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাদের এখনো জিম্মি করে রাখা হয়েছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জাগো নিউজকে বলেন, সাতজন জেলে ফিরে এসেছেন। বাকিদের কাছে নৌকা থাকায় এবং মুক্তিপণের টাকা পরিশোধ না হওয়ায় বনদস্যুরা তাদের ছাড়েনি।
এর আগে ২৭ জানুয়ারি ভোর ৬টার দকে সুন্দরবনের ‘দয়াল বাহিনী’র সদস্যরা দুবলার চরের নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। এসময় জেলেরা আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহতের চেষ্টা করেন।
ডাকাতদের সঙ্গে জেলেদের হাতাহাতির একপর্যায়ে তিনজন ডাকাতকে জাল দিয়ে ধরে ফেলা হয়। কিন্তু এসময় অপর ডাকাতরা সেখান থেকে ১৫ জেলেকে ধরে নিয়ে যায়।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম