এইচএসসির ফল প্রকাশে নেটজুড়ে আলোচনা

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৫ অক্টোবর বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় আনন্দে আত্মহারা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন অনেকেই। সে খবরে বেদনাও প্রকাশ করেছেন কেউ কেউ।

এম জে মামুন লিখেছেন, ‘অনেকের আজ রেজাল্ট বেরিয়েছে কিন্তু তারা দেশের জন্য মাটির নিচে ঘুমিয়ে আছে। আর পরিবার সেই রেজাল্ট নিয়ে সন্তানের জন্য আহাজারি করছে।’

রণজিৎ সরকার লিখেছেন, ‘ভাগ্নে সুব্রত রায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। অভিনন্দন মামা। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে লক্ষ্যে এগিয়ে যাও। মানবিক ও সৎ মানুষ হও।’

জাকির হোসাইন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট বাবা আবির হোসেন সালমান এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে, সকলের কাছে আবিরের জন্য দোয়া চাই।’

অসিত দে লিখেছেন, ‘কনগ্রাচুলেশন মামণি অর্পা পাল অর্পিতা। বেস্ট অব ইওর লাক।’ মোহাম্মদ অংকন লিখেছেন, ‘আমার ছোট ভাই এইচএসসি পরীক্ষায় এ+ পেয়েছে। আলহামদুলিল্লাহ।’

নুরুন নাহার শ্রাবণী লিখেছেন, ‘আমার মেয়ের মিকি এইচএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুশি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।’

এসইউ/জেআইএম

Read Entire Article